Para medical question &answer For DRD 2020

 Most common 25 question for DRD students in the 2020  I am MD.Shaharuckh Islam dhali.(DRD 1st year). 1.The foreign body aspiration most com...

popular post

করোনা ভাইরাসের লক্ষণ।

করোনা ভাইরাসের লক্ষণ গুলো হল খুব সাধারণ -

করোনাভাইরাস অসুখ (COVID-19) সর্দি, গলা ব্যথা, কাশি এবং জ্বর সহ হালকা লক্ষণ দ্বারা চিহ্নিত করা হয়। কিছু লোকের ক্ষেত্রে অসুস্থতা আরও মারাত্মক হতে পারে এবং নিউমোনিয়া বা শ্বাসকষ্টও হতে পারে।
খুব কম ক্ষেত্রেই, এই রোগ মারাত্মক হতে পারে। বয়স্ক ব্যক্তিরা এবং অন্য রোগে (যেমন, হাঁপানি, ডায়াবেটিস, বা হৃদরোগ) অসুস্থ ব্যক্তিদের আরও মারাত্মকভাবে সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকতে পারে।

লোকজনের ক্ষেত্রে নিচে উল্লেখ করা উপসর্গগুলি দেখা যেতে পারে:
গলা ব্যথা
শুকনো কাশি
প্রথম হালকা জ্বর 
 পরে তা বৃদ্ধি পায় 
শ্বাস নিতে সমস্যা (গুরুতর ক্ষেত্রে)
শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া।





কন্টেন্টে বিজ্ঞাপন থাকতে পারে
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভাইরাসটির ইনকিউবেশন পিরিয়ড ১৪দিন পর্যন্ত স্থায়ী থাকে। তবে কিছু কিছু গবেষকের মতে এর স্থায়িত্ব ২৪দিন পর্যন্ত থাকতে পারে।
মানুষের মধ্যে যখন ভাইরাসের উপসর্গ দেখা দেবে তখন বেশি মানুষকে সংক্রমণের সম্ভাবনা থাকবে তাদের। তবে এমন ধারণাও করা হচ্ছে যে নিজেরা অসুস্থ না থাকার সময়ও সুস্থ মানুষের দেহে ভাইরাস সংক্রমিত করতে পারে মানুষ।
শুরুর দিকের উপসর্গ সাধারণ সর্দিজ্বর এবং ফ্লু'য়ের সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ায় রোগ নির্ণয়ের ক্ষেত্রে দ্বিধাগ্রস্থ হওয়া স্বাভাবিক।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব অনেককে সার্স ভাইরাসের কথা মনে করিয়ে দিয়েছে যা ২০০০ সালের শুরুতে প্রধানত এশিয়ার অনেক দেশে ৭৭৪ জনের মৃত্যুর কারণ হয়েছিলো ।
নতুন ভাইরাসটির জেনেটিক কোড বিশ্লেষণ করে দেখা গেছে এটি অনেকটাই সার্স ভাইরাসের মতো
                                               করোনা ভাইরাস টেস্টিং কিট। 

No comments:

health

[health][btop]